RECRUITMENT OF BANK MANAGER: মাসিকবেতন 48,880/= টাকা যোগ্যতা কি লাগবে?

RECRUITMENT OF BANK MANAGER : তাদের জন্য সুখবর। যারা ব্যাঙ্কের চাকরি করতে ইচ্ছুক, তাদের মাসিক বেতন 48,880/= টাকা যোগ্যতা কি লাগবে? এর পদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। মাসিক বেতন,শূন্য পদের তালিকা, এবং আবেদনের শেষ তারিখ ইত্যাদি জানার জন্য এই আবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

RECRUITMENT OF BARODA BANK

Name Of The PostMANAGER
Vacancy 1267
Educational QualificationGRADUATE
Age Limit22 to 45
Monthly Salary48,880/=

শিক্ষাগত যোগ্যতা(RECRUITMENT OF BANK MANAGER)

বিভিন্ন ধরনের পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে।তবে ন্যূনতম Graduate পাশ করতে হবে। তবে কিছু পদের জন্য MBA লাগবে,কিছু পদের জন্য MCA লাগবে কোথাও আবার Post Graduate Degree লাগবে।

বয়স সীমা

পদের জন্য বয়স সীমা বিভিন্নভাবে নির্ধারিত করা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম 22 বছর থেকে উর্ধ্বতম ৪৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন

পরীক্ষা পদ্ধতি

মোট 150 নাম্বারের পরীক্ষা হবে। ONLINE এর মাধ্যমে পরীক্ষা হবে। ইংলিশ, রিজনিং , কোয়ান্টিটি অ্যাপটিটিউড। 25 করে নম্বর ও পার্সোনাল নলেজের উপর 75 নম্বর থাকবে। পরবর্তীতে পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে বেছে নিয়ে INTERVIEW তে ডাকা হবে।

আবেদন পদ্ধতি(RECRUITMENT OF BANK MANAGER)

অনলাইনে আবেদন করতে হবে । প্রার্থীদের অবশ্যই একটি উপযুক্ত ইমেল আইডি ও কন্টাক্ট নম্বর থাকতে হবে। www.bankofbaroda.co.in

Official Website:-Click Here

About Author
Aloke Bhowmick

Alok Bhowmick wbquickjobs.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Birati high school থেকে মাধ্যমিক পাস ।

Leave a Comment