Indian Railway Recruitment Group-C চাকরির সুযোগ মাধ্যমিক পাস

Indian Railway Recruitment Group -C- 2025:

Indian Railway গ্রুপ সি সরকারি চাকরি প্রার্থী দের জন্য সুখবর মাধ্যমিক পাসে পেয়ে যেতে পারেন উত্তর- মধ্য রেল বিভাগে সরকারি চাকরির সুযোগ। গ্রুপ-সি পদে বিভিন্ন খেলোয়ারদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে। ইচ্ছুক প্রার্থীরা এই সরকারি চাকরির সম্পূর্ণ বিবরন জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন

Indian Railway Recruitment Group -C- 2025:রেলওয়ে রিক্রুটমেন্ট পক্ষ থেকে 06/01/2025 এ প্রকাশিত বিজ্ঞপ্তি আনুসারে কোন কোন পদের জন্য চাকরিপ্রার্থী নিয়োগ হবে ? বয়েস সীমা, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, কি ভাবে চাকরি প্রার্থীরা আবেদন করবেন, ইত্যাদি সাহ সামস্ত তথ্য উল্লেখ করা হল এই প্রতিবেদনে।

পদের নাম-

Indian Railway Recruitment Group -C- 2025:রেলওয়ের পক্ষ থেকে একাধিক খেলোয়াড়দের গ্রুপ -সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। বিভিন্ন দপ্তরে সারকার খেলয়ারদের জন্য আতিরিক্ত কোটার ব্যবস্থা করে থাকে।

আবেদন পদ্ধতি-

Indian Railway Recruitment Group -C- 2025: ভার উত্তোলন, ব্যাডমিন্টন, কুস্তি, হকি, ক্রিকেট, টেবিল টেনিস, কবাডি,ভলিবল, ফুটবল, বাস্কেট বল, সুইমিং, জিম ন্যাস্টিক ইত্যাদি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মহিলা ও পুরুষ চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পাড়বেন। আফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সম্পূর্ণ যোগ্যতার বিবতন জেনে নিয়ে তবেই খেলোয়াড়রা আবেদন জানাবেন।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনের জন্য চাকরিপ্রার্থী দের যেকোন স্বীকৃত বিদ্যলয় থেকে মাধ্যমিক পাস প্রয়োজন। আফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একমাত্র খেলার কোটায় । তাই চাকরি প্রার্থীদের খেলার যোগ্যতা থাকতে হবে।মাধ্যমিক পাস এর পাশাপাশি ITI, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এর যোগ্যতা থাকলেও প্রার্থীরা একাধিক পদে আবেদন করতে পাড়বেন।

শূন্য পদের সংখ্যা

Indian Railway Recruitment Group -C- 2025: বিজ্ঞপ্তি আনুসারে পুরুষ ও মহিলা মিলিয়ে কোটায় মোট 46 টি পদ আছে।

মাসিক বেতন

চাকরি প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করার পর ৭ তম বেতনক্রম আনুসারে প্রার্থীদের মাসিক বেতন দেতা হবে (Pay Level -1) উত্তর-মধ্য রেলওয়ের নিযুক্তকারী কর্মচারী বিভিন্ন সারকারি সুযোগ সুবিধাও পাবেন।

আবেদন পদ্ধিতি

আবেদনের জন্য চাকরি প্রার্থীরা www.rrcnr.org এর ওয়েবসাইট এ গিয়ে সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে এই পদের প্রারথিদের। যারা আবেদন করবেন তাদের সামস্ত তথ্যর ছবি জেরক্স করে আবেদনের সাথে আপলোড করে দিতে হবে। আবেদন পত্র সাবমিট করলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া। আবেদন এর সাথে আবেদন মূল্যটি জামা করে দিতে হবে। মূল্য জমা না দিলে আবেদন গ্রহন কতা হবে না

আবেদন এর সাময়সীমা

পদের জন্য 08/01/2025 তারিখ থেকে 07/02/2025 তারিখ পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ( RRC ) আবেদন গ্রহন শুরু হবে।

Official Notification & website

Official NotificationClick Here
websiteVisit

About Author
Aloke Bhowmick

Alok Bhowmick wbquickjobs.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Birati high school থেকে মাধ্যমিক পাস ।

Leave a Comment