
INSPECTOR OF MOTOR VEHICLES 2025: এই পদে নিয়োগ করবে ‘PSC‘ GRADUATION করা প্রাথিরা আবেদন করতে পারবেন এই পদে
পদের নাম | INSPECTOR OF MOTOR VEHICLES |
নিয়োগ কারী সংস্থা | WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION |
আবেদন করার যোগ্যতা | GRADUATION |
মাসিক বেতন | 7,100 TO 37,600 |
INSPECTOR OF MOTOR VEHICLES 2025 পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সম্প্রতি WBPSC বেশ কিছু শূন্য পদে এ কর্মী নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। চাকরি প্রাথিরা এই বিষয়ে এখনও পর্যন্ত জানা না থাকলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিয়ে আবেদন সেরে ফেলুন।
INSPECTOR OF MOTOR VEHICLES 2025 চাকরি প্রাথিরা কোন যোগ্যতায়ে আবেদন করতে পারবেন ? শূন্য পদের সংখ্যা ও আবেদন এর জন্য কত মূল্য দিতে হবে ? নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি কি থাকবে? ইত্যাদি ছাড়াও নিয়োগ পরীক্ষার বিস্তারিত আলোচোনা করলাম।
INSPECTOR OF MOTOR VEHICLES 2025 (Non Technical ) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরে কাজ করার সুযোগ পাবেন।
নিয়োগ কারী সংস্থা
West Bengal Public Service Commission
মোট শূন্য পদের সংখ্যা ( INSPECTOR OF MOTOR VEHICLES 2025)
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সংস্থার পক্ষ থেকে একাধিক শূন্য পদে এ বছর কর্মী নিয়োগ হতে চলেছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করবেন।
মাসিক বেতন
প্রথম মাস থেকেই এই পদে নিযুক্ত INSPECTOR OF MOTOR VEHICLES 2025 এর কর্মীরা চাকরিতে জয়েন করার মূল বেতন হিসাবে 7100 টাকা থেকে 37600 টাকা বেতন পেয়ে যাবেন। আসল বেতনের পাশাপাশি 3900 টাকার গ্রেড পেয়ে এবং অন্যান্য সরকারি সুযোগ ও সুবিধা মিলবে কর্মীদের।
1)আবেদন করার যোগ্যতা
West Bengal Public Service Commission এর দপ্তরের অন্তর্গত INSPECTOR OF MOTOR VEHICLES পদে নিয়োজিত হওয়ার জন্য আবেদনের পূর্বে প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করে থাকতে হবে। যে কোন বিষয়ে স্নাতক হয়ে থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
2)বয়েস সীমা
প্রতিটি আবেদনকারীর বয়স 18 বছর থেকে 39 বছরের মধ্যবর্তী হতে হবে। SC/ST শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় পেয়ে যাবেন।
3)নিয়োগ পদ্ধতি INSPECTOR OF MOTOR VEHICLES 2025
INSPECTOR OF MOTOR VEHICLES 2025 মোট দুটি ভাগে চাকরিপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা এর মাধ্যমেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের রাজ্যের পরিবহন দপ্তরে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
চাকরি প্রার্থীদের উচ্চতা 170 সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কমবেশি 86 সেন্টিমিটার হলে তবেই তারা পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।পাহাড়ি এলাকার চাকরিপ্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্যহতে হবে 81 সেন্টিমিটার।
এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশিত করা হয়নি। অতি শীঘ্রই এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে বলে সূত্রের খবর।
Official Notification | Download Now |