KOLKATA METRO RECRUITMENT GROUP-C: Cultural-Quota-Vacancy
KOLKATA METRO RECRUITMENT GROUP-C: cultural-quota-vacancy 2025 এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি প্রার্থীদের জন্য ভালো খাবর। সাংস্কৃতির কোটায় এই পদের নিয়োগ হবে কলকাতা মেট্রোতে। এই বিজ্ঞপ্তির প্রয়োজনীয় তাথ্য চাকরি প্রার্থীদের। যেমন – পদের নাম, আবেদন এর যোগ্যতা, শূন্যপদের সাংখ্য, আবেদন পদ্ধতি,নিয়গের নিয়ন এবং বেতন সম্পর্কে জেনে নিতে পারবেন এই প্রতিবেদন থেকে। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ- 31/01/2025
শূন্যপদের বিবরন :
আবেদনের যোগ্যতা:
বয়েস সিমা :
নিয়োগ প্রক্রিয়া :
আবেদন পদ্ধতি :
শূন্যপদের বিবরন-
KOLKATA METRO RECRUITMENT GROUP-C: Cultural-Quota-Vacancy 2025 প্রতিটি বিভাগে ১ টি করে মোট ২ টি শূন্য পদ রয়েছে। এই পদে নিয়োগের জন্য তবলা এবং সিন্থেসাইজার বাদকদের কোটায় নিয়োগ করা হবে।
আবেদনের যোগ্যতা-
ন্যূনতম মাধ্যমিক পাস এবং টার সাথে আই-টি-আই বা অ্যাপ্রেন্টিস যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা উভয় পদে আবেদন করতে পারবেন। আথবা যে কোনও স্বীকৃত বিদ্যলয় থেকে 50% নম্বরের সাথে উচ্চমাধ্যমিক পাস করা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। যেহেতু সাংস্কৃতিক পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে, সেই কারনে তবলা এবং সিন্থেসাইজার উভয় পদের জন্যই চাকরিপ্রার্থীদের ডিগ্রী/ ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত আফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
বয়েস সীমা-
KOLKATA METRO RECRUITMENT GROUP-C: Cultural-Quota-Vacancy 2025 ন্যূনতাম 18 বছার থেকে সার্বচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সাংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়েসের ঊর্ধ্বসীমায় ছার দেয়া হবে। মাসিক বেতন- সারকারের বেতনক্রম ৭ আনুসারে নিযুক্ত কর্মীদের বেতন দেয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া-
মেট্রো রেলের কর্মী নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারবেন। লিখিত পরীক্ষার চাকরিপ্রার্থীরা প্রতিভার প্র্যাকটিকাল পরীক্ষার ওপর নির্ভর করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কলকাতা মেট্রো রেল।
আবেদন পদ্ধতি-
KOLKATA METRO RECRUITMENT GROUP-C: Cultural-Quota-Vacancy 2025 এখানে সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে প্রিন্ট করে সমস্ত আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র এর সংগে জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন মূল্য-
KOLKATA METRO RECRUITMENT GROUP-C: Cultural-Quota-Vacancy 2025 আবেদন করার পূর্বে আবশ্যই আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য দেওয়ার সাময় প্রতিটি চাকরিপ্রার্থীকে ডিমান্ড ড্রাফটের রশিদ জমা করতে হবে। এক্ষেত্রে সাংরক্ষিত প্রার্থীদের 350/- টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য 500/- টাকা আবেদন মূল্য নির্ধারন করা হয়েছে।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ- 31/01/2025
notification-for-metro-railway-group-c-cultural-quota-vacancy-6777b23b