ইন্ডিয়া পোস্ট অফিসঃ বিহার সার্কেল স্টাফ কার ড্রইভারের পদের জন্য নিয়গ এর ঘোষণা করেছে যেখানে ১৮ টি শূন পদ রয়েছে
west bengal এর প্রাথিরা বিহার সার্কেল পদের জন্য আবেদন করতে পারে যদি তারা যোগ্যতার মানদণ্ড পুরন করতে পারে।
পদের নাম | স্টাফ ড্রাইভার |
নিয়োগ কারি সংস্থা | পোস্ট অফিস |
মোট শূন্যপদের সংখ্যা | 18 টি |
মাসিক বেতনঃ | 19,900.00 |
18 টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রাথিদের জন্য প্রকাশিত হল । এবং EWD প্রাথিদের জন্য পরবর্তী সাময় একটি পদ বাড়াতেও পারে বিজ্ঞপ্তি অনুযায়ী ।
শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়া পোস্ট অফিসঃ বিহার সার্কেল স্টাফ কার ড্রইভারের
পদে আবেদন করবার জন্য মাধ্যমিক পাস আবশ্যিক । ভারী ও হাল্কা গাড়ী চালানোর জন্য driving লাইসেন্স থাকা দরকার। প্রাথিরা আবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে তাদের ১০ তাম মান (মাধ্যমিক) করতে হবে
বয়স সীমা
আবেদনের করার জন্য জেনারেল প্রাথিদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 ও সর্বচ্চ 27 বছর হতে হবে।এবং সংরক্ষিতদের ক্ষেত্রে ছার আছে।
আবেদন পদ্ধতি POST OFFICE RECRUITMENT 2025
POST OFFICE RECRUITMENT 2025 মোবাইল আপ্স অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে এই আবেদন এর ফর্মটি ডাউনলোড করতে হবে ।বয়েসের প্রমান পত্র ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স কপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো এবং স্ব-প্রত্যয়িত ( self-certified) করে অফ লাইন আবেদন গৃহীত হবে প্রাথিদের আফিসিয়াল ইন্ডিয়া পোস্ট ওয়েব সাইট থেকে আবেদপত্র ডাউন করে নিতে হবে এবং ফর্মটি নির্দিষ্ট ঠিকানাতে রেজিস্টার করে পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে।
আবেদন ফি
আবেদন ফী আবেদন পত্রের সাঙ্গে 100 টাকা পোস্ট অফিস থেকে UCR নিয়ে বা 100 টাকার Indian postal order নিয়ে আবেদন এর সাঙ্গে পাঠাতে হবে আবেদন ফি বাবদ, ছার আছে ST/SC দের কোন আবেদন fee লাগবে না
নিয়োগ পদ্ধতি POST OFFICE RECRUITMENT 2025
আবেদনের ফর্মটি টেলিগ্রাম চ্যানেল অথবা মোবাইল অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে। এরপর বয়সের প্রমাণপত্র , কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি, দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইত্যাদি সেল্ফ এটেস্টেড করে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( রিক্রুটমেন্ট ) অফিস অফ দ্যা চিফ পোস্টমাস্টার জেনারেল , বিহার সার্কেল, পাটনা- ৮০০০০১। খামের উপরে লিখতে হবে- অ্যাপ্লিকেশন ফর দ্যা পোস্টঅফ ড্রাইভার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাট অফিস অফ দ্যা চিফ পোস্টমাস্টার জেনারেল, বিহার সার্কেল , পাটনা- ৮০০০০১।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন একটি ট্রেড টেস্ট / ড্রইভিং পরক্ষা এবং একটি ইন্টারভিউ দারা হবে।
Important Date
আবেদনের শুরু | 01/01/2025 |
আবেদনের শেষ | 31/01/2025 |
Important Link
Apply Online | Click Here |