PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2025: উচ্চ মাধ্যমিক পাশে আবেদন

PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2025:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল- ২০২৫, বেশ কিছু শূন্যপদ পুরন করার জন্য। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা প্রার্থীরা যোগ্য আনুযাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এমন কি কোনও রকম আবেদন মূল্য প্রদান করতে হবে না। আবেদন এর যোগ্যতা,কোন পদে নিয়োগ হবে? মাসিক বেতন,আবেদন পদ্ধতি এবং আরও কিছু । এই প্রতি প্রতিবেদন পড়ুন আলোচনা করা হল।

১)পদের নাম ও বিবরন –

২)অফিস অ্যাসিস্ট্যান্ট-

৩)নিয়োগ পদ্ধতি-

৪)আবেদনের ঠিকানা-

১)পদের নাম ও বিবরন –

PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2025: কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় নথিপত্র সারবরাহ করার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে যে কোনও বিষয়ে। তবেই আবেদন করতে পারবেন। ২০ বছর বয়েস থেকে ২৮ বছর এর প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে নিযুক্ত হওয়া চাকরি প্রার্থীরা প্রথম মাস থেকেই ন্যূনতম ২৪০৫০/- টাকা বেতন পাবেন।

২)অফিস অ্যাসিস্ট্যান্ট-

PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2025: ব্যাংকের বিভিন্ন কাজকর্ম চালানোর জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট এর পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা যে কোনও বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন এর জন্য প্রার্থীদের বয়েস হরে হবে ১৮ থেকে ২৪ বছর। এই পদের কর্মীরা প্রতি মাসে ১৯৫০০/- টাকা বেতন পাবেন। এবং মূল বেতন এর পাশাপাশি দক্ষতা আনুসারে প্রমোশন ও ইনসেন্টিভ পাওয়া যাবে।

যেকোনো পদের ক্ষেত্রেই সাংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়েসের ঊর্ধ্বসীমায়ে নির্ধারিত বয়েসের ছার দেয়া হবে। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর পক্ষ থেকে সুধুমাত্র পুরুষ ক্রীড়াবিদদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ আথবা স্টেট বা ন্যাশনাল হকি খেলয়াররা এই পদে আবেদন জানাতে পারবেন। ক্রীড়া যোগ্যতা সম্পর্কে ভালভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পরে নেবেন।

৩)নিয়োগ পদ্ধতি-

PUNJAB NATIONAL BANK RECRUITMENT 2025:পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্ল্রখিত পদগুলিতে নিয়োগ এর চাকরি প্রার্থীদের ক্রীড়া জগতের পারফর্মমেন্স ও বাক্তিগত ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে লিখে দেয়া ঠিকানায়ে জমা করতে হবে। আবেদন পত্রর সাথে অবশ্যই প্রয়োজনীয় সাব নথি সাংযুক্ত করে 24/01/2025 তারিখের মধ্যে জমা করে আস্তে হবে।

৪)আবেদনের ঠিকানা-

The Chief Manager ( Recruitment Section) Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No.4,Sector 10, Dwarka, New Delhi – 110075

Recruitments.aspx

 

About Author
Aloke Bhowmick

Alok Bhowmick wbquickjobs.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Birati high school থেকে মাধ্যমিক পাস ।

Leave a Comment