SBI PO RECRUITMENT 2025: স্টেট ব্যাংকে প্রবেসনারি অফিসার পদে নিয়গ

SBI PO RECRUITMENT 2025: স্টেট ব্যাংকে প্রবেসনারি অফিসার পদে নিয়গ। Graduation পাশে আবেদন

ভারতের সার্ববৃহৎ রাষ্ট্রীয়ব্যাঙ্কে কর্মী নিয়গের সুযোগ। চাকরি প্রাথিদের খুশির খাবর। স্টেট ব্যাংকের পক্ষ থেকে চাকরি পাওয়ার সুযোগ করে দিলেন । বর্তমানে যে সামস্ত চাকরি প্রাথিরা ব্যাংকের পরিক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে সু খাবর। SBI PO RECRUITMENT 2025 (PO) ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও (2025) আফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই অবশ্যই আগ্রহী প্রাথিরা আবেদান করার আগে বিজ্ঞপ্তি সম্পূর্ণ পরে আবেদন করবেন। যা বিস্তারিত আলোচনা করলাম।

অনলাইনএ আবেদন চলবে 27 December 2024, থেকে 16 January 2025

নিয়গ কারি সাংস্থাSBI( PO )RECRUITMENT 2025
শিক্ষাগত যোগ্যতাGRADUATION
বয়েস সীমা21 TO 30
শূন্য পদের সংখ্যা600
আবেদন পদ্ধতিONLINE

ADVERTISEMENT NUMBER: CRPD//PO//2024-25/22

JUNIOR ASSISTANT এর পদে কয়েকদিন আগে STATE BANK OF INDIA বেস কিছু কর্মী নিয়োগের বজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এবার প্রকাশ করা হল উচ্ছতর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । এক্ষেত্রে মোট 600টি শূন্য পদ আছে। স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা SBI RECRUITMENT 2025

যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করে থাকলেই এই পদে আপনি আবেদন করতে পারবেন। SBI RECRUITMENT 2025 (PO) এমনকি দেশের স্বীকৃত বিদ্যলয়র শেষ সেমিস্টার এর ছাত্র-ছাত্রিরাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার (PO) পদে আবেদন করতে পারবেন ।

বয়েস সীমা

প্রাথিদের বয়েস হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে,01/04/2024 তারিখ SBI RECRUITMENT 2025 (PO) বিজ্ঞপ্তি আনুযাই। সারকারি নিয়ম আনুসারে সাংরক্ষিত শ্রেণীর চাকরি প্রাথিরা নির্ধারিত বয়েসের ছার পেয়ে যাবেন।

শূন্য পদের সংখ্যা SBI RECRUITMENT 2025

SBI RECRUITMENT 2025 (PO) বেস কিছু কর্মী নিয়োগের বজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এবার প্রকাশ করা হল উচ্ছতর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । এক্ষেত্রে মোট 600টি শূন্য পদ আছে। স্টেট ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিয়োগ পদ্ধতি SBI RECRUITMENT 2025

মেইন্স এবং এন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রার্থীদের যোগ্যতা বিচার করে মোট তিনটি ধাপে যোগ্য প্রার্থীদের নিয়গ করা হবে।

1)Preliminary Examination

: ইংলিশ-40 নাম্বর, আঙ্ক-30 নাম্বের,এবং রিজিনিং-30 নাম্বার প্রতিটি বিভাগের ক্ষেত্রে 20 মিনিট করে সময় দেয়া হবে। 1 ঘণ্টায়ে 100 নাম্বার এর পরিক্ষা নেয়া হবে

2)Mains Examination🙁SBI RECRUITMENT 2025)

3 ঘণ্টা সাময়ে 200 নাম্বার এর OBJECTIVE TYPE EXAMINATION নেয়া হবে। এবং পরবর্তী 30 মিনিটে DESCRIPTIVE EXAMINATION দিতে হবে। মেন্স পরীক্ষার ক্ষেত্রে।

3)INTERVIEW:Preliminary Examination এবং Mains Examination পরীক্ষায়ে পাস করলে যোগ্য প্রার্থীদের INTERVIEW এর জন্য ডাকা হবে।

অনলাইন এর মাধ্যমে STATE BANK OF INDIA এর Official Website গিয়ে ADVERTISEMENT NUMBER: CRPD//PO//2024-25/22 এর মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞপ্তির Download করে Apply Online Option আবেদন করতে হবে। প্রয়োজনীয় documents Upload করে দিতে হবে। আবেদন মূল্য প্রদান করলে তবেই আবেদন গ্রহন করা হবে।

ARTTENTION: অনলাইনএ আবেদন চলবে 27 December 2024, থেকে 16 January 2025

http://notification-for-sbi-probationary-officers-vacancy-676d55bcb498d6053
About Author
Aloke Bhowmick

Alok Bhowmick wbquickjobs.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Birati high school থেকে মাধ্যমিক পাস ।

Leave a Comment