INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025: নিয়োগ ৩২০০০ যোগ্যতা মাধ্যমিক পাস,

ভারতীয় রেলের গ্রুপ-ডি পদে বিপুল সাংখ্যক কর্মী নিয়োগ করা হবে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো RRB (RAILWAY RECRUITMENT BOARD) খুব সাহজেই আবেদন করতে পারবেন যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস ITI যোগ্যতা ছাড়াই চাকরীপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। RAILWAY RECRUITMENT BOARD এর পক্ষ থেকে এই বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানুন। প্রতিবেদন সাবটা পড়ুন।

INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025: এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা হল LEVEL-1: বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মেনটেনার এবং পয়েন্টস ম্যান, ইত্যাদি পদের জন্য অনেক চাকরী প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদ আছে 32438 টি, RRB এর পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রিও সারকারের সাপ্তম বেতনক্রম আনুযাই LEVEL-1 এর বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। নিয়োগের প্রথম মাস থেকেই বেতন হিসাবে 18000/= এর পাশাপাশি বিভিন্ন সারকারি সুযোগ সুবিধা পাবেন কর্মীরা।

INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025: এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত 18 বছর থেকে 36 বছরের চাকরী প্রার্থীরা সাংরক্ষিত শ্রেণী থেকে রয়েছেন, তারা সারকারি নিয়ম আনুসারে বয়েসের ছার পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসাবে সুধুমাত্র মাধ্যমিক পাস। এর জন্য কোনরকম ITI সার্টিফিকেট থাকার প্রয়োজন নেই। কোন কোন পদে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই রেলওয়ে রিক্রুটমন্ট বোর্ড এর পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

ইচ্ছূক চাকরিপ্রার্থীরা আবেদন এর জন্য RRB এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে পদের এই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন এর সুযোগ রয়েছে। ঘরে বসেই সংস্থার অফিসিয়াল ওয়েব সাইট এ গ্রুপ-ডি পদের আবেদন পত্রটি তথ্যের সাথে পূরন করে নিতে হবে। এরপর প্রয়োজনিও নথিপত্র ভালোভাবে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সাব আবেদন পত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে জমা করে দিতে পারবেন।

INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025: এই আবেদন প্রক্রিয়া শুরু হবে 23/01/2025 তারিখ থেকে, চলবে 22/02/2025 পর্যন্ত । এই নির্দিষ্ট সাময় কালের আগে আবেদন জমা করুন । চাকরি প্রার্থীরা নোটিফিকেশান ভালোভাবে পরে নেবেন।

INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025:

পদের নামশূন্য পদের সংখ্যা
Pointsman-B5058
Assistant (Track Machine)799
Assistant ( Bridge)301
Track Maintainer Gr 13187
Assistant P-Way257
Assistant (C&W)2587
Assistant TRD1381
Assistant (S&T)2012
Assistant Loco Shed ( Diesel )420
Assistant Loco Shed ( Electrical)950
Assistant Operations (Electrical)744
Assistant TL & AC1041
Assistant TL & AC (Workshop)624
Assistant (Workshop) Mech3077
মোট শূন্যপদের সংখ্যা 32438

শিক্ষাগত যোগ্যতা-

INDIAN RAILWAY GROUP -D RECRUITMENT 2025: স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।পাসাপাসি ITI পাস যোগ্যতার প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন

indian-railway-group-d-recruitment-2025

About Author
Aloke Bhowmick

Alok Bhowmick wbquickjobs.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। Birati high school থেকে মাধ্যমিক পাস ।

Leave a Comment